দারুহরিদ্রা (বৈজ্ঞানিক নাম: Berberis asiatica Roxb. Ex. Dc) (ইংরেজি: Barberry) হচ্ছে Berberidaceae পরিবারের Berberis গণের একটি উদ্ভিদ।
বর্ণনা
দারুহরিদ্রা গাছে গায়ে কাঁটায় ভরা, দেখতে মধ্যমাকৃতির, অনেকটা লেবু গাছের মত, পাতার আকার ছোট ও পুরু এবং এর কিনারা খাঁজকাটা। এর ফল দেখতে কিসমিসের মত এবং খেতে টক। গাছে ফুল ফোটে বসন্তকালে এবং ফল হয় গ্রীষ্মকালে। এই গাছের কাঠ ও শিকড় ঔষধি দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ।
বিস্তৃতি
বাংলাদেশ, ভারত, নেপাল ও এ উপমহাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই গাছ জন্মে।
ভেষজ গুনাগুন
দারুহরিদ্রা আয়ুর্বেদী ঔষুধ হিসাবে রোগ নিরাময়ে কাজ করে।
- লিভার জনিত রোগে ও জন্ডিস নিরাময়ে ফলপ্রদ একটি উদ্ভিদ।
- এটি রক্ত পরিষ্কার, ঘাম নিঃসারক, প্লিহা বেড়ে যাওয়া সমস্যা সমাধানে উপকারি।
- শ্বেতপ্রদর, রক্তপ্রদর দূর করার জন্য এর মুলের রস করলে উপকার পাওয়া যাবে।
0 Comments